Header Ads Widget

basic electronics pdf




***ইলেকট্রনিক্স  এর উপাদান, পরিমাণ ও পরীক্ষণ যন্ত্রপাতির ধারণা***

১ নং প্রশ্নঃ- 2R5 রেজিস্টরের মান নির্ণয় কর ?
উত্তরঃ- রেজিস্টরের মান হবে 2.5 ওহম।
২ নং প্রশ্নঃ- আধুনিক পদ্ধতিতে 0.9 ওহমকে কিভাবে লেখা যায়  ?
উত্তরঃ- পুরাতন পদ্ধতির 0.9 ওহমকে আধুনিক পদ্ধতিতে 0R9 এভাবে লেখা হয়।
৩ নং প্রশ্নঃ- ইলেকট্রনিক কাজে সবচেয়ে বেশি ব্যবহৃত হয় কোন রেজিস্টর  ?
উত্তরঃ- পুরাতন পদ্ধতির 0.9 ওহমকে আধুনিক পদ্ধতিতে 0R9 এভাবে লেখা হয়।
৪ নং প্রশ্নঃ- রেজিস্টরের টলারেন্স বলতে কি বুঝায় অথবা টলারেন্স কাকে ববলে ? 
উত্তরঃ- রেজিস্টরের নির্ধারিত মান হতে সর্বোচ্ছ ও সর্বোনিম্ন গ্রহণযোগ্য বিচ্যুতিকে রেজিস্টরের টলারেন্স বলে।
৫ নং প্রশ্নঃ- ক্যাপাসিটর কী ?
উত্তরঃ- ক্যাপাসিটর একটি ইলেকট্রিক্যাল ও ইলেকট্রনিক ডিভাইস, যা ইলেকট্রোস্ট্যাটিক পদ্ধতিতে  ইলেকট্রিক্যাল এনার্জি সঞ্চয় করে বা ধারণ করে।
৬ নং প্রশ্নঃ- ইলেকট্রোলাইটিক ও নন-ইলেকট্রোলাইটিক ক্যাপাসিটর এর ব্যবহার লেখ ?
উত্তরঃ- ইলেকট্রোলাইটিক ক্যাপাসিটর এসি সাপ্লাই-এ ফিল্টারিং এর কাজে এবং নন-ইলেকট্রোলাইটিক ক্যাপাসিটর অডিও ফ্রিকুয়েন্সি অ্যামপ্লিফায়ার, পাওয়ার সাপলাই এবং টিভি সার্কিটে বহুল ব্যবহার হয়।